চলমান সংবাদ

রাংগুনিয়ায় শান্তির হাটে সিপিবি’র সমাবেশে বাধা

২০-৩০ জুলাই দেশব্যাপী জাগরণ যাত্রার অংশ হিসেবে রাংগুনিয়ায় শান্তির হাটে সিপিবির সমাবেশে আওয়ামী লীগের সস্ত্রাসীদের বাধায় সমাবেশ করতে পারেনি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর এক বিবৃতিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়,  জনজীবনে লাগামহীন সংকট সমাধানে ব্যর্থ হয়েছে কর্তৃত্ববাদী এই সরকার স্বৈরাচারী পন্থায় সস্ত্রাস ও মাস্তান লেলিয়ে দিয়ে সিপিবির  সমাবেশ বন্ধ করে দেয়া হয়েছে।
গতকাল শনিবার জন-জাগরণ যাত্রার অংশ হিসেবে সমগ্র রাংগুনিয়া উপজেলায় সভা সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড প্রমদ বরণ বড়ুয়ার সভাপতিত্বে ও উপজেলা সম্পাদক কমরেড দিলিপ দাসগুপ্তের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয় চন্দ্রঘোনা, মরিয়ম নগর, থানা সদর রোয়াজার হাট, ঘাটশেড, ইছামতি গোছারা ও শান্তির হাটে।
এইসব সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহা, সহকারী সাধারণ সম্পাদক কমরেড নূরুচ্ছাফা ভূঁইয়া। রাংগুনিয়া উপজেলা কমিটির নেতা আবদুল আজীম, আবদুল লতিফ ও ছাত্রনেতা টিকলু কুমার দে।

বক্তারা বলেন বাজার নিয়ন্ত্রণে  সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে জনগণ আজ দিশেহারা।  মানুষের সংসার চালানোর ভাগ্য এখন মজুদদার ও সিন্ডিকেটের কাছে ইজারা দেওয়া হয়েছে।
সিপিবির জাগরণ যাত্রার আশু দাবী সমূহ- দাম কমাও জান বাঁচাও, বাজার সিন্ডিকেট,ঋণ খেলাপি ও ব্যাংক লুটেরাদের গ্রেপ্তার কর।
তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সভা সমাবেশের উপর দমন নিপীডন ও নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে।
ধর্মীয় উগ্রবাদী ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো বন্ধ এবং ভোট ও ভাতের অধিকারের দাবিতে বামপন্থীদের ঐক্য বদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।