চলমান সংবাদ

চট্টগ্রাম সংবাদ

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি ৭ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা, ৮৪৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বন্দরে এবার মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির করে ৭ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে। এবার ‘টেক্সটাইল ডাই স্টাফ’ (কেমিক্যাল মিশ্রিত রং) ঘোষণা দিয়ে আনা হয়েছে বিদেশি সিগারেট। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ৮৪৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ঢাকা ইপিজেডের আমদানিকারক প্রতিষ্ঠান জং সাইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড এসব সিগারেট আমদানি করে। চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট, ইনভেস্টিগেশন এন্ড রিসার্স (এআইআর) শাখা পণ্য চালানটি আটক করে। চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, পণ্য চালানটির রপ্তানিকারক, তৈরি দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা, পণ্যের বনর্ণা ইত্যাদি বিষয়গুলো বিশ্লেষণ করে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া যায়। পরে সোমবার চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এ সময় মন্ড (ন্যানো), মন্ড (সুপার স্লিম) ও ক্যাভালো পিওর ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। চট্টগ্রাম কাস্টমস হাইসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক বলেন, পণ্যচালানটিতে ৮৪৯ কার্টনে ১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা। তবে এ জালিয়াতির মাধ্যমে আমদানিকারক ৭ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছেন। আমদানিকারকের বিরুদ্ধে কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি # ০৫.০৯.২০২২ চট্টগ্রাম #

জঙ্গল সলিমপুর নিয়ে বৈঠক হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে

কিছুদিন আগেও অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অবৈধ দখলদার উচ্ছেদ করে উদ্ধারকরা প্রায় তিন হাজার ১০০ একর সরকারি খাসজমিতে উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে উচ্চ পর্যায়ের একটি বৈঠক ডাকা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এলাকার পরিবেশ, প্রতিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র পাহাড় রক্ষার্থে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের উচ্চপর্যায়ের এই সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের সভাপতিত্বে এই বৈঠক হবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৈঠকে জঙ্গল সলিমপুরকে ঘিরে প্রস্তাবিত মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিবুল হাসানের সই করা সভার চিঠি জেলা প্রশাসনে পৌঁছে। সভায় জননিরাপত্তা বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র‌্যাব, আনসার ও গ্রাম রক্ষা বাহিনীর প্রধানরাও সভায় উপস্থিত থাকবেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানকে সভায় বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, জঙ্গল সলিমপুর থেকে অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদের মাধ্যমে সরকারি খাসজমিগুলো উদ্ধার করে সেখানে মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। দখল হয়ে যাওয়া প্রায় ৩ হাজার ১০০ একর খাস জমি উদ্ধার করেছি। ভূমিদস্যুরা সাধারণ মানুষের কাছে প্লট অনুযায়ী দখল স্বত্ব বিক্রি করে কোটি কোটি টাকা লুটপাট করেছে। তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই বেশ কয়েকটি মামলা করা হয়েছে এবং কয়েকজন কারাগারেও আছেন। তিনি আরও বলেন, ইতোমধ্যে ২৩টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ভূমি বরাদ্দের আবেদন করেছে। জেলা প্রশাসন পাহাড় ও বন রক্ষা করে পরিবেশ-প্রতিবেশের ভারসাম্য আনয়ন ও জীববৈচিত্র রক্ষার্থে পুনরায় কিভাবে জঙ্গল সলিমপুর এলাকাটিকে সবুজায়নের মাধ্যমে গড়ে তোলা যায় সেজন্য পরিকল্পনা গ্রহণ করেছে। তা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক হবে। এ মাস্টার প্ল্যানের মাধ্যেমে জঙ্গল সলিমপুর এলাকার অন্ধকার যুগের অবসান ঘটবে। উল্লেখ্য, একসময় জঙ্গল সলিমপুর চট্টগ্রামের এক বিচ্ছিন্ন এলাকা হিসেবে পরিচিত ছিল। প্রায় তিন দশক ধরে জঙ্গল সলিমপুরের পাহাড়ে হাজারো অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এছাড়া এখানে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠে। যেখানে প্রবেশ করতে গেলেও ভূমিখেকো ও সন্ত্রাসীদের দেয়া পরিচয়পত্র ছাড়া কেউ ঢুকতে পারতো না। প্রশাসনের কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্যে তাদের নজরদারি ছিল। এলাকাটি ছিলো সন্ত্রাসীদের অভয়ারণ্য। জঙ্গল সলিমপুর এলাকাটিতে অনেক পাহাড় রয়েছে। তবে ভূমিখেকো ও সন্ত্রাসীরা পাহাড় কেটে সাবাড় করে প্লট বিক্রয় করছিল। পরিবেশের মারাত্মক ক্ষতি করেছে যা অবর্ণনীয়। ভূমি খেকোরা পাহাড় কেটে, অবৈধ বিদ্যুৎ সংযোগসহ অবৈধভাবে আবসস্থল তৈরি করেছে। সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে জঙ্গল সলিমপুরে বেশ কয়েকটি অভিযানে প্রায় ৩ হাজার ১০০ একর খাস জমি উদ্ধার করা হয়। এছাড়া, গত ২৪ আগস্ট নির্মাণ সামগ্রীসহ সব ধরনের অবৈধ মালামালের প্রবেশ ঠেকাতে এবং গ্যাস পাইপ লাইন ঝুঁকিমুক্ত রাখতে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের চার পয়েন্টের রাস্তা বন্ধ করে দেয় প্রশাসন। একইসঙ্গে জঙ্গল সলিমপুরকে সার্বক্ষণিক কঠোর নজরদারিতে রাখতে বায়েজিদ লিংক রোড সংলগ্ন এলাকায় চেকপোস্ট এবং সিসি ক্যামেরা স্থাপন করে। # ০৫.০৯.২০২২ চট্টগ্রাম #

চবিতে যৌন নির্যাতন:

আদালতে প্রক্টরকে তলব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় করা মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তলব করেছে আদালত। সেইসাথে বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের শিকার শিক্ষার্থীকেও আদালতের শুনানিতে উপস্থিত থাকতে আদেশ দেওয়া হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত এক আসামির জামিন শুনানিতে এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী এস.এম মোর্শেদ জানান, গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের ঘটনায় হাটহাজারী থানার মামলায় কারাগারে থাকা নুর হোসেন শাওন নামে এক আসামির জামিন আবেদন করা হয়। আদালত আগামী ১৪ সেপ্টেম্বর পুনরায় জামিন শুনানির জন্য তারিখ নির্ধারণ করেন। সেইদিন আদালতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তলব করা হয়েছে। একইদিন যৌন নির্যাতনের শিকার শিক্ষার্থীকে আদালতের শুনানিতে উপস্থিত থাকতে আদেশ দেওয়া হয়েছে। আসামি নুর হোসেন শাওন হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র। প্রসঙ্গত, গত ১৭ জুলাই রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় ৫ জন দুর্বৃত্তের হাতে শারীরিক লাঞ্ছনার শিকার হন এক ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। গত ২২ জুলাই রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌন নির্যাতনের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। তারা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের মো.আজিম, নৃ-বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন ও ২য় বর্ষের মাসুদ রানা। ২৩ জুলাই সন্ধ্যা সোয়া ছয়টার দিকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সাইফুল নামে আরও একজনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জিহান সানজিদার আদালতে তাদের হাজির করা হলে ৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। # ০৫.০৯.২০২২ চট্টগ্রাম #

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের সিএফসি ও সিক্সটি নাইন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হওয়ার খাবর পাওয়া গেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা শাহজালাল হল ও আমানাত হলে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছে প্রক্টরিয়াল বডি। আহত ছাত্রলীগ কর্মীরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের মির্জা সফল প্রধান, ও ১৫-১৬ সেশন ও উপ বিজ্ঞান সম্পাদক শেখ রাসেল। এর মধ্যে সফল সিক্সটি নাইন ও রাসেল সিএফসির কর্মী। জানা যায়, সোমবার ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে দুই কর্মী কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হয়। এতে মির্জা সফল প্রধান গুরুতর জখম হন। এ খবর ছড়িয়ে পড়লে শাহ আমানত হলে সিএফসি ও শাহজালাল হলে সিক্সটি নাইনের কর্মীরা অবস্থান নিয়ে পরস্পরের বিরুদ্ধে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। কিছুক্ষণ পরে একটি খাবারের হোটেলে ছাত্রলীগের উপবিজ্ঞান সম্পাদক শেখ রাসেলের উপর আক্রমন করে সিএক্সটি নাইনের কর্মীরা। এতে আহতাবস্থায় রাসেলকে চবি মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। আমরা প্রক্টরিয়াল বডি উপস্থিত আছি। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।’ # ০৫.০৯.২০২২ চট্টগ্রাম #

ছুরিকাঘাতে সিএনজি অটোরিকশা চালক খুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একরাম হোসেন (২০) নামে এক সিএনজি অটোরিকশা চালক খুন হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে পৌরসভার ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। একরাম হোসেন একই থানার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া এলাকার মোঃ আবছারের ছেলে বলে জানা গেছে। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে সীতাকুণ্ড পৌরসভায় রাত আটটার দিকে সিএনজি অটোরিকশা চালক একরাম হোসেনকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে একরাম হোসেনের মৃত্যু হয়। একরাম হোসেনের মরদেহ সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। # ০৫।০৯।২০২২ চট্টগ্রাম #