চট্টগ্রাম–৮ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি সভায় ককটেল নিক্ষেপ, জামায়াতকে দায় বিএনপির

চট্টগ্রাম–৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি সভায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে জামায়াতে ইসলামীর কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির এক নেতা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
সোমবার (গতকাল) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে নির্বাচনি জনসভা চলাকালে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পাঁচ–ছয়জন ব্যক্তি পালিয়ে যায়। ককটেল দুটি বিস্ফোরিত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এরশাদ উল্লাহর নির্বাচনি পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক জানান, সন্ধ্যা প্রায় ৬টার দিকে পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠের পাশে জনসভায় এরশাদ উল্লাহ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সমাবেশের অদূরে পরপর দুটি ককটেল ছোড়া হয়।
তিনি অভিযোগ করে বলেন, ওই এলাকার জামায়াত কর্মী এরফান তার নেতৃত্বে আরও পাঁচ–ছয়জন ককটেল নিক্ষেপ করে। তাদের দলীয় কর্মীরা হামলাকারীদের ধাওয়া করলে তারা পাশ্ববর্তী একটি বাড়ির বাগানের ভেতরে পালিয়ে যায়। হামলাকারী এরফানকে তারা চিনতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।
এ অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামী। চট্টগ্রাম–৮ আসন থেকে সরে যাওয়া জামায়াত প্রার্থী আবু নাছেরের প্রধান নির্বাচনি সমন্বয়কারী মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, “জামায়াত ককটেল ফোটানোর রাজনীতি করে না। যারা এমন অভিযোগ করছে, তাদের সুস্পষ্ট তথ্য দেওয়া উচিত। প্রমাণ দিতে পারলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। আর তথ্য দিতে না পারলে এ ধরনের অভিযোগ থেকে বিরত থাকার আহ্বান জানাই।”
উল্লেখ্য, চট্টগ্রাম–৮ আসন থেকে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি আবু নাছের প্রার্থী হয়েছিলেন। পরে জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জুবাইরুল হাসান আরিফের সমর্থনে তিনি সরে দাঁড়ান।
এদিকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, প্রার্থীর পক্ষ থেকে ঘটনাটি জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
এর আগে গত ৫ নভেম্বর নগরীর বায়েজিদ চালিতাতলী এলাকায় এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে গুলির ঘটনা ঘটে। এতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা নিহত হন এবং গুলিবিদ্ধ হয়ে আহত হন এরশাদ উল্লাহ নিজেও।
চট্টগ্রাম–৮ আসনটি বোয়ালখালী উপজেলা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩ থেকে ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।
