চলমান সংবাদ

জনগণ পাশে থাকলে কঠোর হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান


দেশের জনগণ পাশে থাকলে কঠোর হস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে, যাতে সাধারণ খেটে–খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারেন—এমন আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বিএনপি সরকার গঠন করতে পারলে যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে বলেও তিনি ঘোষণা দেন।

আজ রোববার দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, যত পরিকল্পনাই নেওয়া হোক না কেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে কোনো পরিকল্পনাই সফল হবে না। দুর্নীতি ও নিরাপত্তাহীনতা দেশের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি ও স্বাভাবিক জীবনযাত্রা সচল হবে। অপরাধীর পরিচয় যাই হোক না কেন, আইনের দৃষ্টিতে সবাই সমান—এ কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি যে-ই করুক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না।

বিএনপি সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলেও ঘোষণা দেন তিনি। তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার উদ্যোগ নিয়েছিলেন, তবে সময়ের অভাবে তা সম্পন্ন করা সম্ভব হয়নি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রামসহ সারা দেশে কর্মসংস্থান বাড়বে এবং ব্যবসা-বাণিজ্য চাঙা হবে।

নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জনসভা শেষে ধানের শীষ প্রতীক হাতে চট্টগ্রামের ১৬টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।