চলমান সংবাদ

আইনি জটিলতার মধ্যেই এনসিটি হস্তান্তরে তড়িঘড়ি চুক্তি: স্বচ্ছতা নিয়ে প্রশ্ন


চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতে আইনি জটিলতা থাকা সত্ত্বেও দ্রুতগতিতে চুক্তি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। উচ্চ আদালতে রিট বিচারাধীন ও বিভক্ত রায় থাকার পরও আগামী ১ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নৌ-পরিবহন মন্ত্রণালয় ও পিপিপি কর্তৃপক্ষের নথি অনুযায়ী, মাত্র ১২ দিনের মধ্যে দরপত্র সংশোধন, টেকনিক্যাল ও ফাইন্যান্সিয়াল মূল্যায়ন, নেগোসিয়েশন, আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং একাধিক সংস্থার অনুমোদন সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে—যা বিশেষজ্ঞদের মতে অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ প্রক্রিয়াকে আদালত অবমাননার শামিল এবং প্রচলিত আইন লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের এমন গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

এদিকে এনসিটি প্রকল্পের নথি যাচাইয়ের জন্য গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি ঊর্ধ্বতন চাপের মুখে বাতিল হওয়ায় পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।