চলমান সংবাদ

মৎস্যজীবী শ্রমিকদের মাঝে প্রগতির যাত্রীর কম্বল বিতরণ

সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রগতির যাত্রী’র উদ্যোগে আজ সকাল ১১টায় মৎস্যজীবী শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ইফতেখার কামাল খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফজলুল কবির মিন্টু

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত। বিশেষ অতিথি ও অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) পাহাড়তলি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, শ্রমিকনেতা মো. হানিফ, উপকূলীয় পাহাড়তলি মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি সমীরন দাশ এবং সাধারণ সম্পাদক ননী গোপাল দাশ

প্রধান অতিথির বক্তব্যে তপন দত্ত বলেন, শীত মৌসুমে শ্রমজীবী মানুষের কষ্ট সবচেয়ে বেশি বেড়ে যায়। এ সময় সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতার হাত আরও প্রসারিত করা প্রয়োজন। তিনি মৎস্যজীবী শ্রমিকদের মাঝে কম্বল বিতরণের জন্য প্রগতির যাত্রীকে ধন্যবাদ জানান।

আলোচনা সভায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক উচ্ছেদকৃত জেলেদের পুনর্বাসন, পতিত খাস জমি দীর্ঘ মেয়াদে লিজ প্রদান, মাছ ধরা বন্ধকালীন সময়ে সরকারি প্রণোদনা বৃদ্ধি, সকল জেলেদের মধ্যে পরিচয়পত্র (কার্ড) বিতরণ এবং মৎস্য আহরণের সময় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জেলেদের জন্য ন্যায্যমূল্যের দোকান স্থাপন এবং রেশনিং ব্যবস্থা প্রণয়নের দাবিও উত্থাপন করা হয়।

আলোচনা সভা শেষে শীতার্ত মৎস্যজীবী শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সামাজিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আগামীকাল হোটেল শ্রমিকদের মাঝেও কম্বল বিতরণ করা হবে।