বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আটলান্টায় কবিতা ও গানের প্রতিবাদী আয়োজন

বাংলাদেশে গত ডিসেম্বর মাসে সংঘটিত সংবাদপত্র কার্যালয়, ছায়ানট ও উদীচী অফিসে হামলা ও অগ্নিসংযোগ, পাশাপাশি দিপু দাস ও শিশু আয়েশাকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে আয়োজন করা হয় প্রতিবাদী কবিতা ও গানের অনুষ্ঠান। মানবতা, অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার পক্ষে এই আয়োজনটি অনুষ্ঠিত হয় গত ২৭ ডিসেম্বর ২০২৫, জর্জিয়ার ডোরাভিল সিটির বিওফোর্ড হাইওয়ের দেশি স্ট্রিট রেস্টুরেন্টে।
“শব্দের অগ্নিবানে ঘুচাবো রাতের আঁধার” শিরোনামের এই প্রতিবাদী অনুষ্ঠানে কবিতা, গান ও আলোচনার মধ্য দিয়ে তুলে ধরা হয় মানুষের পরিচয়, মানবিক মূল্যবোধ এবং সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান। অনুষ্ঠানের শুরুতেই পাঠ করা হয় শামসুর রাহমানের কালজয়ী কবিতা পান্থজন, যেখানে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে “আমি মানবসন্তান”—এই উচ্চারণ মানবতার চূড়ান্ত ঘোষণায় রূপ নেয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি ও আবৃত্তি কর্মী রাশেদ চৌধুরী। কেন এবং কী প্রেক্ষাপটে এই আয়োজন—তা নিয়ে বক্তব্য রাখেন কবি উৎপল দত্ত। আলোচনায় বক্তারা বলেন, “তুমি হিন্দু মারো, তুমি মুসলমান মারো, তুমি শিশু হত্যা করো, তুমি সংবাদপত্র পুড়িয়ে দাও—এই সবকিছুই দেশ ও জাতির শত্রু।” তারা জোর দিয়ে উল্লেখ করেন, ধর্মীয় মৌলবাদ কখনোই স্বাধীনতা, গণতন্ত্র ও জাতি-ধর্মের সম্প্রীতির পক্ষে নয়; বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাই তার বাস্তব প্রমাণ।
প্রতিবাদী আলোচনা, কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন মুক্তিযোদ্ধা কবি শেলী শাহাবুদ্দিন, মীর মজিবুর রহমান, নাসির আহমেদ, পঙ্কজ দাস, জয়িতা চক্রবর্তী, রিপন দাস, ইলা চন্দ, আদ্রিকা চৌধুরী, সোহানা তুলি, মিত্র বণিক, দিলু মাওলা, স্বপন মন্ডল, কাকলি বিশ্বাস এবং উৎপল দত্ত। গানে অংশ নেন উদীচী শিল্পী গোষ্ঠী জর্জিয়া শাখার শিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করেন গোলাম মহিউদ্দিন, রুবিনা শম্পা, শক্তি রায়, অশোক সরকার, হোসনে আরা বিন্দু, স্নিগ্ধা দত্ত ও মোহাম্মদ আদিল।
নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তরুণ দীপ চৌধুরী বর্তমান সময়ের বাস্তবতা ও তার ব্যক্তিগত অনুভূতি তুলে ধরে বক্তব্য রাখেন, যা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের গভীরভাবে আলোড়িত করে।
সাম্প্রদায়িক ও রাজনৈতিক সম্প্রীতিই যেন বাংলাদেশসহ সমগ্র বিশ্বের আলোকবর্তিকা হয়ে ওঠে—এই আশাবাদ ব্যক্ত করে গান ও কবিতার মাধ্যমে প্রতিবাদী অনুষ্ঠান “শব্দের অগ্নিবানে ঘুচাবো রাতের আঁধার”-এর সমাপ্তি ঘটে।
— যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে
রাশেদ চৌধুরী
