চলমান সংবাদ

কূটনৈতিক টানাপড়েনের মধ্যে ভারতে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ, পাল্টাপাল্টি তলব

কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের দিল্লি, কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাই কমিশন ও মিশনের সামনে বিক্ষোভ হয়েছে। দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলকাতা ও আগরতলাতেও অনুরূপ বিক্ষোভ হয়।

এই পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ জানায় এবং কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতের দাবি তোলে। পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে তলব করে ভারত।

বাংলাদেশ সরকার বলেছে, ভারতের দেওয়া আশ্বাসের বাস্তব প্রতিফলন দেখতে চায় ঢাকা এবং আন্তর্জাতিক কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে।