কমিউনিটি সেন্টার শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল ২৩ ডিসেম্বর বিকাল ৪টায় নগরীর কাজিরদেউরিস্থ সমাদর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক নেতা তফাজ্জ্বল হোসেন প্রধান। সভা সঞ্চালনা করেন মোঃ শাহিন। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ পারভেজ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত। তিনি বলেন, “কমিউনিটি সেন্টার শ্রমিকরা সমাজের অদৃশ্য শ্রমশক্তি। তারা দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করেও ন্যূনতম মানবিক জীবনযাপন থেকে বঞ্চিত। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া টেকসই শ্রম সংস্কার সম্ভব নয়।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন আলহাজ্ব আব্দুল মাবুদ, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চট্টগ্রাম জেলার সভাপতি বাবুল হোসেন আনিস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ, হোটেল সেন্ট মার্টিন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান, মোঃ সেলিমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কমিউনিটি সেন্টার শ্রমিকরা বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন। একজন শ্রমিক ডিউটি প্রতি মাত্র ৪০০ টাকা মজুরি পান। মাসে গড়ে সর্বোচ্চ ১৫টি ডিউটি পেলেও তার আয় দাঁড়ায় মাত্র ৬ হাজার টাকা, যা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একেবারেই অপ্রতুল। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিনিয়ত বাড়লেও শ্রমিকদের আয় সে অনুযায়ী বৃদ্ধি পাচ্ছে না।
তারা আরও বলেন, কাজের সময় কোনো কাচ বা ভঙ্গুর সামগ্রী দুর্ঘটনাবশত ভেঙে গেলে শ্রমিকদের ওপর জরিমানা আরোপ করা হয়, যা শ্রম আইনের পরিপন্থী ও অমানবিক। এসব কারণে শ্রমিকরা আর্থিক ও মানসিকভাবে চরম চাপের মধ্যে দিনাতিপাত করছে।
সভা থেকে নেতৃবৃন্দ ডিউটি প্রতি ন্যূনতম মজুরি ৮০০ টাকা নির্ধারণ, শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যের দোকান চালু এবং রেশনিং ব্যবস্থা প্রবর্তনের জোর দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ করান বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান। শপথ অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
