নিরাপত্তা ঝুঁকিতে ২০ জন, প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের জন্য গানম্যান: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার পর নিরাপত্তা বিবেচনায় পত্রিকা দুটির সম্পাদকসহ মোট ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এ ঘটনায় ডিএমপি ১৭ জনকে গ্রেপ্তার করেছে এবং সম্পাদকদের বাসায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। হত্যার মূল হোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত ও গ্রেপ্তারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
হাদি হত্যার পর ‘হিট লিস্ট’ গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঝুঁকিতে থাকা ব্যক্তিদের একটি তালিকা করে অনেককেই গানম্যান দেওয়া হয়েছে, যদিও কেউ কেউ তা গ্রহণ করেননি। পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “পদত্যাগ করলে আমি এখানে বসে থাকতাম না।”
