চলমান সংবাদ

২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করছেন তারেক রহমান

দীর্ঘদিনের প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি দলীয়ভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন।

এর আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন তারেক রহমান নিজেও। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।