দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ আজ পদত্যাগ করছেন

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টা—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ—আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তাঁদের পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
গতকাল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকেও তাঁদের পদত্যাগের বিষয়টি আলোচনা হয়। দীর্ঘদিন ধরে সরকার তাঁদের পদত্যাগের পরামর্শ দিচ্ছিল, কারণ তফসিলের পর ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের সরকারে থাকা অনুচিত বলে মত ছিল সরকারের উচ্চপর্যায়ের।
আসিফ মাহমুদ আজ দুপুর ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকলেও তা মূলত পদত্যাগ ঘোষণার জন্যই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই উপদেষ্টার রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। আসিফ ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন বলে আলোচনা রয়েছে, আর মাহফুজের লক্ষ্মীপুর-১ আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা কমে গেছে।
এদিকে নতুন রাজনৈতিক জোট গঠনসহ এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্তের প্রক্রিয়ায় তাঁদের মনোনয়ন নেওয়া নেওয়া হবে কি না—সেটিও এখনো স্পষ্ট নয়।
