চলমান সংবাদ

সরকারকে পাশ কাটিয়ে ভোজ্যতেলের দাম বৃদ্ধি—আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

সরকারকে না জানিয়ে বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।  গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, মাত্র আধা ঘণ্টা আগে তিনি বিষয়টি জেনেছেন এবং বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা পূর্বঘোষণা ছাড়াই লিটারে ৯ টাকা বাড়িয়ে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে, যা সরকারের অনুমতি ছাড়াই করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন—সরকার গতকাল যে দামে ব্যবসায়ীদের কাছ থেকে তেল কিনেছে, আজ বাজারে তার চেয়ে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে—এর যৌক্তিক ব্যাখ্যা কোথায়?

শেখ বশিরউদ্দীন জানান, সরকারের সরবরাহ ব্যবস্থা গতিশীল রাখার লক্ষ্য রয়েছে এবং যৌক্তিক কারণ থাকলে আলোচনা করা হবে। তবে ব্যবসায়ীদের দাবি—তাদের মন্ত্রণালয় বা ট্যারিফ কমিশনের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই—সম্পর্কে তিনি বলেন, “এটা তাঁদের বক্তব্য, আমরা মানি না।”

এদিকে টিসিবির জন্য ১.৫ কোটি লিটার ভোজ্যতেল কেনার প্রস্তাব সরকারি কমিটিতে অনুমোদন পেয়েছে, যার মধ্যে ৫০ লাখ লিটার সয়াবিন ও ১ কোটি লিটার রাইস ব্রান তেল রয়েছে।

রোজাকে সামনে রেখে প্রস্তুতি বিষয়ে উপদেষ্টা জানান, আমদানির পর্যায়ে প্রয়োজনীয় ঋণপত্র গতবারের তুলনায় বেশি খোলা হয়েছে, ফলে সরবরাহ বিঘ্নিত হবে না। একই সঙ্গে তিনি জানান, চিনির দাম কমছে, ছোলার দামও কমতে পারে। ডাল, ডিমসহ আরও কয়েকটি পণ্যের দাম হ্রাস পেয়েছে।

সরকারি পদক্ষেপের অপেক্ষায় ক্যাব

অত্যাবশ্যকীয় পণ্য আইনের খসড়া নিয়ে গতকাল বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ ছাড়া ভোজ্যতেলের দাম বৃদ্ধি আইন লঙ্ঘনের শামিল। তিনি জানান, আইনে মূল্য নির্ধারণের নির্দিষ্ট সূত্র রয়েছে এবং তা অনুসরণ না করেই দাম বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনে পরিশোধন কারখানা বন্ধ করার বিধানও রয়েছে। মজুতদারি বা প্রতিযোগিতা ভঙ্গের ক্ষেত্রে বিশেষ আইন প্রযোজ্য হতে পারে, এবং ক্যাব চায় এসব আইনের কার্যকর প্রয়োগ দেখতে।

সফিকুজ্জামান অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বাজার তদারকি কম দেখা যাচ্ছে। রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণও অত্যন্ত গুরুত্বপূর্ণ; তাই ভোক্তার স্বার্থে বাজার তদারকি বাড়ানোর আহ্বান জানান তিনি।