চলমান সংবাদ

ভূমিকম্পে সারা দেশ কেঁপে উঠল: ১০ জনের মৃত্যু, আহত ছয় শতাধিক

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫: শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। তীব্র ঝাঁকুনিতে আতঙ্কগ্রস্ত মানুষ ভবন থেকে ছুটে বের হন, অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। এখন পর্যন্ত শিশুসহ ১০ জন নিহত এবং ৬০০–এর বেশি ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নরসিংদীতে সর্বাধিক ৫ জন, ঢাকায় ৪ জন এবং নারায়ণগঞ্জে ১ জন নিহত হয়েছেন। ঢাকার পুরান ঢাকার কসাইটুলীতে একটি পাঁচতলা ভবনের ছাদের রেলিং ধসে পড়ে তিন পথচারী—রাফিউল ইসলাম (২০), আবদুর রহিম (৪৮) ও তাঁর ছেলে আবদুল আজিজ (১২)—নিহত হন। নারায়ণগঞ্জে সীমানাদেয়াল ধসে মারা যায় ১০ মাসের ফাতেমা। নরসিংদী, গাজীপুর, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভবনের অংশ ধসে পড়া, দেয়াল ফাটল, সড়ক দেবে যাওয়া এবং হুড়োহুড়ি করে নামার সময় বহু মানুষ আহত হন।

ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি হলে পলেস্তারা খসে পড়া, দেয়ালে ফাটল দেখা এবং কয়েকজন শিক্ষার্থীর লাফ দিয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনটি নবনির্মিত হলে ফাটল সৃষ্টি হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে ফাটল ও হেলে পড়ার ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, পঙ্গু হাসপাতাল, গাজীপুর, নরসিংদী, কুমিল্লাসহ বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। ফায়ার সার্ভিস ঢাকায় ১৪টি ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা করেছে।

সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আহত ব্যক্তিদের চিকিৎসায় জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবনগুলোর নিরাপত্তা যাচাই এবং ক্ষয়ক্ষতি শনাক্তের কাজ অব্যাহত রয়েছে।