
চট্টগ্রাম নগরের নিমতলা মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার নিচে পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাঁকের স্থানে অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং পেরিয়ে নিচে পড়ে যায়। গাড়িতে থাকা দুজন সামান্য আহত হন। এর আগেও এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সিডিএ অবশ্য বলছে, বাঁকগুলো স্বাভাবিক এবং গতিসীমা না মানার কারণেই দুর্ঘটনা ঘটছে।