চলমান সংবাদ

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি পড়ে সাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম নগরের নিমতলা মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার নিচে পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাঁকের স্থানে অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং পেরিয়ে নিচে পড়ে যায়। গাড়িতে থাকা দুজন সামান্য আহত হন। এর আগেও এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সিডিএ অবশ্য বলছে, বাঁকগুলো স্বাভাবিক এবং গতিসীমা না মানার কারণেই দুর্ঘটনা ঘটছে।