চলমান সংবাদ

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালালেন চালক, ফেলে যাওয়া গাড়ি থেকে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ফেলে যাওয়া একটি প্রাইভেটকার থেকে প্রায় এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত এসব মাদকের বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরাতন ফিশারিঘাট এলাকার মুখে কোতোয়ালী থানা পুলিশ একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঢাকা মেট্রো-গ–৩৭–১৮৪৯ নম্বরের একটি প্রাইভেটকার চেকপোস্টের কাছে পৌঁছালে চালক গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে গাড়ি তল্লাশি করে হলুদ কস্টেপে মোড়ানো ১০টি প্যাকেট থেকে মোট এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তবে গাড়ির চালকসহ কেউ গ্রেপ্তার হয়নি। সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ বিষয়ে মামলা করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, প্রতিটি প্যাকেটে আনুমানিক ১০ হাজার করে মোট এক লাখ ইয়াবা পাওয়া গেছে। সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে কোতোয়ালী থানায় উদ্ধার হওয়া এটি সবচেয়ে বড় ইয়াবা চালান বলেও উল্লেখ করেন কর্মকর্তারা।