চলমান সংবাদ

অন্য দেশের সরকার পরিবর্তনের নীতি অতীত: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, দীর্ঘ কয়েক দশক ধরে চলে আসা অন্য দেশের সরকার পরিবর্তন বা রাষ্ট্রগঠনের (রেজিম চেঞ্জ) নীতির সমাপ্তি ঘটেছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এখন আর অন্য দেশের রাজনৈতিক কাঠামো বদলানোর প্রচেষ্টা চালাবে না।

শুক্রবার (৩১ অক্টোবর) বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন ‘মানামা সংলাপে’ গ্যাবার্ড এই মন্তব্য করেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসন এখন মানবাধিকার বা গণতন্ত্র বিস্তারের চেয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে।

গ্যাবার্ড বলেন, “দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি একধরনের ব্যর্থ চক্রে আটকে ছিল—যেখানে অন্য দেশের সরকার উৎখাত করা, নিজেদের শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া এবং অপর্যাপ্ত বোঝাপড়ার মধ্যেও সংঘাতে জড়ানোই ছিল মূলধারা।” এই নীতির ফলে যুক্তরাষ্ট্রকে বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে, অগণিত প্রাণহানি ঘটেছে এবং আইএসআইএসের মতো সন্ত্রাসী সংগঠনের উত্থান ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

হাওয়াইয়ের সাবেক কংগ্রেস সদস্য ও ইউএস আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক সদস্য গ্যাবার্ড আরও বলেন, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এখন সেই পুরোনো নীতির বদলে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। তবে তিনি স্বীকার করেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো জটিল—গাজায় যুদ্ধবিরতি ভঙ্গুর, আর ইরান পারমাণবিক কার্যক্রম আবার শুরু করেছে।

গ্যাবার্ড বলেন, “সামনের পথ সহজ হবে না, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই নতুন দিকনির্দেশনায় দৃঢ়ভাবে অটল।”

এই বক্তব্যে তুলসী গ্যাবার্ড স্পষ্টভাবে জানিয়ে দিলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে—‘রেজিম চেঞ্জ’ থেকে সরে এসে এখন দেশটি স্থিতিশীলতা ও বাস্তব স্বার্থকে প্রাধান্য দিচ্ছে।