চলমান সংবাদ

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদ দায়িত্বে থাকবে: সরকার

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | ঢাকা

নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়মিতভাবে দায়িত্ব পালন করবে এবং পরিষদের বৈঠকও যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকার।

সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপদেষ্টা পরিষদের কার্যক্রম বা মেয়াদ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বিবৃতিতে বলা হয়, “রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের কিছু মন্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর বিভ্রান্তি দেখা দেয়। আসলে সরকারের সংস্কারমূলক কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ করার কোনো সিদ্ধান্ত নেই; বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান রয়েছে।”

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ডিআরইউতে বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবিত ২৩টি সুপারিশের মধ্যে ১৩টি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, “নভেম্বরে কেবিনেট ক্লোজ হয়ে যাবে, তাই যেসব কাজ হাতে আছে, আগামী মাসের মধ্যে শেষ করার চেষ্টা চলছে।”

বিবৃতিতে সরকার স্পষ্ট করে জানায়, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত বর্তমান উপদেষ্টা পরিষদই দায়িত্ব পালন করবে এবং তাদের বৈঠকও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানায়। তার পরদিনই তথ্য উপদেষ্টার বক্তব্যে সরকারের মেয়াদ ও কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়, যা সরকারের এ স্পষ্টীকরণ বিবৃতির মাধ্যমে পরিস্কার করা হলো।