un

জুলাই সনদ বাস্তবায়নে খসড়া আদেশ প্রধান উপদেষ্টার হাতে

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | ঢাকা

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে জাতীয় ঐকমত্য কমিশন আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে একটি খসড়া আদেশ জমা দিয়েছে। প্রস্তাবিত এ খসড়ার নাম ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’, যাতে ১৬টি ধারা রয়েছে।

কমিশনের সুপারিশ অনুযায়ী, সনদ বাস্তবায়নে জনগণের সার্বভৌম অনুমোদন নিশ্চিত করতে গণভোট আয়োজন অপরিহার্য। গণভোটে প্রশ্ন থাকবে—‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫–এর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন?’ তফসিলে থাকবে সংবিধান সংশোধনের ৪৮টি প্রস্তাব।

আদেশ জারির পর জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচন দিবসে যেকোনো দিন গণভোট আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছে কমিশন।

গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ হলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যা ২৭০ দিনের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করবে। নির্ধারিত সময়ে অনুমোদন না হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।

গণভোটে ‘না’ ভোটের সংখ্যা বেশি হলে প্রক্রিয়া সেখানেই থেমে যাবে।

বিএনপিসহ কয়েকটি দলের আপত্তি প্রসঙ্গে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমরা সরকারকে বলেছি, এসব জনগণের কাছে নিয়ে যেতে; জনগণের রায়ই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।”

উল্লেখ্য, আলোচিত জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সই করে ১৭ অক্টোবর, তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতভেদ থেকেই যায়।