চলমান সংবাদ

মানবাধিকার বিষয়ে ইউনূসকে ৬ আন্তর্জাতিক সংস্থার চিঠি


২০ অক্টোবর ২০২৫

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে প্রকাশিত এ চিঠিতে বলা হয়, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিগত সরকারের আমলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

র‌্যাব বিলুপ্তি, ডিজিএফআইয়ের ক্ষমতা সীমিতকরণ, আন্তর্জাতিক মান অনুযায়ী গুমকে অপরাধ হিসেবে স্বীকৃতি, জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) সংস্কার, এবং সাইবার নিরাপত্তা আইনসহ বিতর্কিত আইনগুলো সংশোধনের দাবি জানানো হয়।

এ ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের শান্তিপূর্ণ কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আগে জোর করে ফেরত না পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে সই করেছে এইচআরডব্লিউ ছাড়াও—কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), সিভিকাস, ফোরটিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট