চলমান সংবাদ

সংসদ ভবন ঘিরে উত্তেজনা: জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার
১৭ অক্টোবর ২০২৫ | দুপুর ২:৩০

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকায় শুক্রবার দুপুরে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে বিক্ষোভরত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুপুর ১টা ২৫ মিনিটের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছু সময়ের মধ্যেই বিক্ষোভকারীরা পুলিশের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় এবং সড়কে আগুন ধরিয়ে দেয়। বিশেষ করে সংসদ সদস্য হোস্টেলের সামনের সড়কে টায়ার ও অন্যান্য জিনিষপত্র জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা।

আন্দোলনের পেছনে দাবি কী?
জুলাই মাসে সংঘটিত কথিত ‘জুলাই অভ্যুত্থানে’ আহত ছাত্র ও জনতার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করে তিন দফা দাবি তুলে ধরেছেন আন্দোলনকারীরা। আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করেই তারা সকাল থেকে সংসদ এলাকা ঘিরে বিক্ষোভ শুরু করেন।

গাড়ি চলাচল বন্ধ, নিরাপত্তা বাড়ানো হয়েছে
সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এমনকি সাধারণ পথচারীদের চলাচলেও রয়েছে কড়াকড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ছাড়াও র‍্যাব ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

১২ নম্বর গেট কেন্দ্রিক উত্তেজনা চরমে
সংসদ ভবনের ১২ নম্বর গেটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেট বন্ধ করে রাখলেও আন্দোলনকারীরা বারবার গেট খুলে দেওয়ার আহ্বান জানিয়ে সেখানে অবস্থান করছেন। গেটের সামনে মুখোমুখি অবস্থানে রয়েছে আন্দোলনকারী এবং নিরাপত্তা বাহিনী।

সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।