চলমান সংবাদ

ইমারত নির্মাণ শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও রেশনিং ব্যবস্থার দাবি – ইনসাব চট্টগ্রাম জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চট্টগ্রাম জেলা কমিটির পরিচিতি সভা ও কমিটির সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা আজ সকাল ১০টায় নগরীর গোল পাহাড় মোড়স্থ আর রাজ্জাক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল হোসেন আনিসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান এবং টিইউসি কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ ফিরোজ, মহানগর কমিটির সভাপতি মোঃ হানিফ, বায়েজিদ থানা কমিটির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, জেলা কমিটির কার্যকরী সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের অবকাঠামো উন্নয়নের মেরুদণ্ড হলেও তারা এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। এই সকল সমস্যা সমাধানকল্পে নির্মাণ শ্রমিকদের জন্য বিশেষ কল্যাণ তহবিল গঠন, দুর্ঘটনাজনিত মৃত্যু ও আহতের জন্য ক্ষতিপূরণ আইন প্রনয়ন, এবং নির্মাণ শ্রমিকদের জন্য পৃথক কল্যাণ বোর্ড স্থাপনের কার্যক্রম জোরদার করার আহ্বান জানান বক্তারা।

সভায় নেতৃবৃন্দ বলেন, প্রতিনিয়ত বাড়তে থাকা দ্রব্যমূল্যের কারণে শ্রমিকদের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে পড়ছে। তারা সরকারের কাছে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু এবং ন্যায্যমূল্যের দোকান স্থাপন করার দাবি জানান। এছাড়া শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিটি নির্মাণ প্রকল্পে সেফটি অফিসার নিয়োগ বাধ্যতামূলক করা, এবং নির্মাণ শ্রমিকদের নিবন্ধন কার্যক্রম শুরু করে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করার দাবিও তোলেন বক্তারা।

সভায় বক্তারা আরও বলেন, ইনসাব ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়ে নির্মাণ শ্রমিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শ্রম অধিকার রক্ষার আন্দোলন জোরদার করবে।
অতঃপর কমিটির নবনির্বাচিত সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পড়ুন:  ফ্লাইওভারের প্রাণভোমরা খুলে নিচ্ছে মাদকাসক্ত চক্র: বড় দুর্ঘটনার আশঙ্কা