চলমান সংবাদ

মুক্তিযোদ্ধা-সাংবাদিক সাবের আহমদ আসগরীর মৃত্যুতে সিপিবির শোক


বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক সাবের আহমদ আসগরী মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুরুচ্ছাফা ভূঁইয়া।

গণমাধ্যমে প্রকাশের জন্য এক শোকবার্তায় সিপিবি নেতৃবৃন্দ বলেন, ষাটের দশকের ছাত্রনেতা সাবের আহমদ আসগরী বাষট্টির শিক্ষা আন্দোলন, উনষত্তরের গণঅভ্যুত্থানসহ ঐতিহাসিক আন্দোলন-সংগ্রামগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিনি সম্মুখসারিতে থেকে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন। কর্মজীবনে তিনি একজন সাংবাদিক হিসেবে ক্ষুরধার লেখনীর মধ্য দিয়ে দেশ ও সমাজের জন্য অনন্য অবদান রেখে গেছেন। মুক্তিযুদ্ধের প্রশ্নে তিনি সবসময় আপসহীন ভূমিকা রেখেছেন।