চলমান সংবাদ

বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেন মোরল পাকিস্তানে সেনা অভিযানে নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি সামরিক অভিযানে নিহত হয়েছেন বাংলাদেশি নাগরিক ফয়সাল হোসেন মোরল (২২)। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর দাবি অনুযায়ী, অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ১৭ জন সদস্য নিহত হন। পাকিস্তানের সংবাদমাধ্যম ও পর্যবেক্ষক প্ল্যাটফর্মগুলোর মতে, তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক ছিলেন, যার ছবি ও পরিচয় সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়।

নিহত ফয়সালের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামে। তার চাচা আব্দুল হালিম জানান, ২০২৪ সালের মার্চ মাসে ফয়সাল “দুবাই যাচ্ছেন” বলে পরিবারকে জানিয়ে দেশ ছাড়েন। এরপর তিনি ভারতের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেন এবং পরে দুবাই যাওয়ার কথা বলেন। তবে এরপর থেকে যোগাযোগ সীমিত হয়ে পড়ে।

ফয়সালের পরিবার দাবি করেছে, তিনি খুবই ভদ্র, নিরীহ এবং ধর্মীয় বই ও সামগ্রী বিক্রি করতেন। তিনি ঢাকায় পরিবারের সঙ্গে থাকতেন এবং জীবিকার জন্য মসজিদের সামনে ইসলামিক সামগ্রী বিক্রি করতেন।

মাদারীপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের পক্ষ থেকে এর আগে ফয়সালের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, যেখানে জানা যায়, তিনি পাকিস্তানে অবস্থান করছেন। এতে পরিবার বিস্মিত হয়।

ফয়সালের মৃত্যুর খবর প্রথমে পরিবার জানতে পারে এক সাংবাদিকের মাধ্যমে, যিনি একটি ছবি পাঠিয়ে নিশ্চিত হওয়ার অনুরোধ জানান। পরিবার ছবিটি দেখে ফয়সালকে শনাক্ত করে।

তার মৃত্যুর ঘটনায় পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তার চাচা আব্দুল হালিম বলেন, “যারা এ সমস্ত কাজ করে অপরাধ করে, তাদের আইনের আওতায় এনে বিচার করুক। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।”