কমিউনিস্ট পার্টির নেতৃত্ব নির্বাচনে চলছে ভোট গণনা -ত্রয়োদশ কংগ্রেসে ৫৫০ প্রতিনিধি গোপন ব্যালটে দিয়েছেন ভোট

ঢাকা, ২২ সেপ্টেম্বর: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ কংগ্রেস আজ চতুর্থ দিনে পা দিয়েছে। কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ এ পর্যায়ে আজ অনুষ্ঠিত হয়েছে দলের আগামী চার বছরের নেতৃত্ব নির্বাচনের ভোট। সারা দেশ থেকে আগত ৫৫০ জন প্রতিনিধি গোপন ব্যালটে তাদের ভোট দিয়েছেন নতুন নেতৃত্ব নির্বাচনে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি চার বছর অন্তর কংগ্রেস আয়োজনের বাধ্যবাধকতা থাকলেও এবার কিছুটা ব্যতিক্রম হয়েছে। আভ্যন্তরীন চাপে রাজনৈতিক বৈরি পরিবেশে নির্ধারিত সময়ের আগেই এ কংগ্রেস আয়োজন করা হয়েছে। সূত্রমতে, দলের একটি অংশ গত দ্বাদশ কংগ্রেসে পরাজয়ের পর নির্বাচিত কমিটি মেনে না নিয়ে আলাদা ধারা অনুসরণ করে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।
দলীয় সূত্রে আরও জানা গেছে, বিগত কংগ্রেসেও নেতৃত্ব নির্বাচন হয়েছিল সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে। তবে পরাজিত অংশ নির্বাচনের রায় মেনে নিতে ব্যর্থ হয়ে দলীয় ঐক্যকে দুর্বল করে। তাদের অনেক কার্যক্রম ছিল মূল কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে পরিচালিত। এই বাস্তবতা থেকেই এবার নতুন নেতৃত্ব নির্বাচনকে ঘিরে নানা প্রশ্ন উঠছে রাজনৈতিক ও বিশ্লেষক মহলে।
বিশেষজ্ঞদের মতে, যদিও এবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, তবে আগের মত পরিস্থিতি তৈরি হলে নবনির্বাচিত নেতৃত্ব কতটা কার্যকরভাবে দলকে ঐক্যবদ্ধ করতে পারবে, তা এখনো অনিশ্চিত। বিশেষ করে, আগের কংগ্রেসে যারা পরাজিত হয়েছিল, তারা যদি এবারও পরাজিত হয়, তবে তারা নতুন নেতৃত্বকে মেনে নেবে কি না—তা নিয়ে রয়েছে দোটানা।
এদিকে দলীয় নেতা-কর্মীদের মাঝে নতুন নেতৃত্বের প্রতি রয়েছে এক ধরনের প্রত্যাশা, যা দলীয় ঐক্য পুনঃস্থাপন এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
নতুন নেতৃত্ব নির্বাচন শেষে আনুষ্ঠানিক ঘোষণা ও প্রতিক্রিয়া শিগগিরই প্রত্যাশিত।
