চলমান সংবাদ

বৈষম্য, নিপীড়ন, গণহত্যা, ধ্বংস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে চট্টগ্রামে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত


আন্তর্জাতিক কর্মসূচি Global Week of Action (১৫–২১ সেপ্টেম্বর) উপলক্ষে এনআরডিএস এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আজ ২০ সেপ্টেম্বর চট্টগ্রামের প্রবর্তক মোড়ে অনুষ্ঠিত হলো এক নাগরিক সমাবেশ ও মানববন্ধন। এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল—
“Draw The Line: বৈষম্য, নিপীড়ন, গণহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সমবেত হই”।

সমাবেশে বক্তারা সমাজে বিরাজমান বৈষম্য, দমননীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে বৈষম্য দূরীকরণ, মানবাধিকার রক্ষা এবং পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ আবশ্যক।

বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়ন ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনের জন্য সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও জনগণের অধিকার রক্ষায় জরুরি ভিত্তিতে অর্থায়ন ও নীতিগত সহায়তা প্রয়োজন।

কর্মসূচিতে উত্থাপিত প্রধান দাবি সমূহ:

  • বৈষম্য ও দমননীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ

  • সাধারণ মানুষের অধিকার রক্ষায় কার্যকর ও অংশগ্রহণমূলক নীতি প্রণয়ন

  • জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় জরুরি ভিত্তিতে অর্থায়ন নিশ্চিতকরণ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস. এম. নাজের হোসাইন, এবং সঞ্চালনা করেন এনআরডিএস-এর বিভাগীয় সমন্বয়কারী আবুল হাশেম

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন:

  • ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী

  • এডাব চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়কারী মোঃ ফোরকান

  • দৃষ্টি’র প্রধান নির্বাহী হেলাল উদ্দীন মাহবুব

  • ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম

  • মমতা’র প্রতিনিধি রুহুল মুহিত চৌধুরী

  • নারী নেত্রী সায়েরা বেগমমৌসুমী আক্তার

  • ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী রাসেল উদ্দীন, প্রমুখ।

উক্ত কর্মসূচিতে এডাব, আইএসডিই বাংলাদেশ, সিআরসিডি, বিএনপিএস, মমতা, দৃষ্টি, সবুজের যাত্রা, এসডিএস, ক্যাব চট্টগ্রাম ও যুব ক্যাব চট্টগ্রাম মহানগর-এর প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।