চলমান সংবাদ

দোহাজারীতে বাসের ধাক্কায় বউ-শাশুড়িসহ ৩ জন নিহত, আহত ৯


চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট সোনাই বটতল এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত দুটি টেক্সির ৩ যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন—চন্দনাইশ পৌরসভার কারেজি বাড়ির ফাতেমা বেগম (৭৫স), তার পুত্রবধূ শামীমা আকতার (৩৭) এবং ময়মনসিংহের শরীফুল ইসলাম (২৮)। ফাতেমা বেগম এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ভাগনি।

জানা যায়, চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগতির ঈগল পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে এসে দুটি টেক্সিকে ধাক্কা দেয়। এতে টেক্সিতে থাকা ১২ যাত্রী গুরুতর আহত হন। আহতদের দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ফাতেমা ও শামীমাকে মৃত ঘোষণা করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান শরীফুল ইসলাম।

নিহত শামীমার ছেলে জানান, দুর্ঘটনায় আহত তার চাচা আবদুর রহিম ও ভাই সজীব আইসিইউতে ভর্তি আছেন। দুর্ঘটনার পর ঘাতক বাস ও টেক্সি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।