চলমান সংবাদ

জিরি শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডে শ্রমিক আহত

– জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের তীব্র ক্ষোভ ও নিন্দা

প্রতীকী ছবি (ইন্টারনেট থেকে সংগৃহীত)

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফুলতলা, বারআউলিয়া এলাকায় অবস্থিত জিরি শিপ ব্রেকিং ইয়ার্ডে আজ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন শ্রমিক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শ্রমিকরা জাহাজ কাটার সময় উৎপন্ন আগুনের স্ফুলিঙ্গ পাশের ইঞ্জিন রুমে সংরক্ষিত পোড়া মোবিলে পড়লে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ৮ জন শ্রমিক দগ্ধ হন, যাদের মধ্যে ২ জনের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে যায় এবং বাকিরা হালকা থেকে মাঝারি আকারে আহত হন (প্রায় ১০%)।

এই ঘটনায় জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত এবং যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিন এক যুক্ত বিবৃতিতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তারা বলেন, “অতীতের নানা দুর্ঘটনা সত্ত্বেও আজও অধিকাংশ শিপ ইয়ার্ডে নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। যেনতেনভাবে পরিচালিত এসব ইয়ার্ডে প্রতিনিয়ত শ্রমিকরা মৃত্যুঝুঁকি নিয়ে কাজ করছেন। এটি শ্রম আইন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।”

নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অগ্নিকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে অবিলম্বে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং শিপ ব্রেকিং শিল্পকে সুসংগঠিত ও মানবিকভাবে পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তারা আরও বলেন, আহত শ্রমিকদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এখন সময়ের দাবি। একইসঙ্গে, এ ঘটনার পেছনে যেসব অব্যবস্থাপনা ও গাফিলতি রয়েছে, তার নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

শ্রমিকদের জীবন ও নিরাপত্তা নিয়ে আর কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।