চলমান সংবাদ

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে পাথরঘাটা এলাকায় বস্ত্র বিতরণ কর্মসূচি

বাংলাদেশ মহিলা পরিষদ, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ পাথরঘাটা এলাকার এন জেড কলোনি এবং মনোহরখালীতে ৪০ জন সুবিধাবঞ্চিত নারীর মাঝে নতুন শাড়ি বিতরণ করা হয়। এই মানবিক উদ্যোগের মধ্য দিয়ে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার দৃঢ় করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সমাজ কল্যাণ সম্পাদক স্বপ্না বড়ুয়া, আন্দোলন সম্পাদক জেসিন্তা ডায়েস, সদস্য স্বপ্না বিশ্বাস চৌধুরী, হোসনে আরা বেগম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বস্ত্র বিতরন কর্মসূচীতে নেতৃবৃন্দ বলেন, আজকের এই বস্ত্র বিতরণ কর্মসূচি কেবল একটি সহানুভূতির প্রকাশ নয়, এটি আমাদের মানবিক দায়বদ্ধতার প্রতিফলন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের ন্যুনতম মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা এবং সম্মানজনক জীবনযাপনের সুযোগ করে দেওয়ার মাঝেই মানবতার প্রকৃত রূপ নিহিত।

সমাজকল্যাণ সম্পাদক স্বপ্না বড়ুয়া বলেন, “আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি মানুষ মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার রাখে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো কারও মুখে হাসি ফোটাতে পারে – সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

আন্দোলন সম্পাদক জেসিন্তা ডায়েস বলেন, “এই ধরনের কর্মসূচি কেবল উপহার প্রদান নয়, এটি মানবিক যোগাযোগ স্থাপন ও সমাজে সচেতনতা বৃদ্ধিরও একটি মাধ্যম।”

এই উদ্যোগকে সফল করতে যাঁরা সার্বিক সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানানো হয়। বাংলাদেশ মহিলা পরিষদ আগামীতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে এবং নারীর অধিকার ও মর্যাদার প্রশ্নে দৃঢ় অবস্থান নেবে।

এতে আরো বলা হয়, আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি, তাহলে একটি মানবিক, সহানুভূতিশীল এবং সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব — এই বিশ্বাসই আমাদের পথচলার প্রেরণা।