চলমান সংবাদ

চট্টগ্রামে সিপিবি সম্মেলনে এমএম আকাশ: ‘ইউনূস, নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ুন’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম এম আকাশ বলেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার দেশের মানুষকে গণতন্ত্র ফেরানোর প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “আপনাকে দিয়ে আর কিছু হবে না। বরং নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ুন, সেটাই আপনার জন্যও মঙ্গল, দেশের জন্যও মঙ্গল।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরীর চেরাগি পাহাড় মোড়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সিপিবির চট্টগ্রাম জেলা শাখার ত্রয়োদশ সম্মেলনের উদ্বোধন করেন এম এম আকাশ। পরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ বক্তব্য রাখেন।

ইউনূস সরকারের সমালোচনা

অধ্যাপক আকাশ বলেন, শেখ হাসিনার পতনের পর শিক্ষার্থীদের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ইউনূস দায়িত্ব নেন। রাজনৈতিক দলগুলোর সমর্থন পেয়েও তিনি সঠিক পথে অগ্রসর হননি। বরং অপ্রকাশ্যে দল গঠনের কৌশল নিয়েছেন, বিদেশিদের হাতে বন্দর হস্তান্তরের উদ্যোগ নিয়েছেন এবং করিডোর পরিকল্পনা শুরু করেছেন।

তিনি অভিযোগ করেন, সংস্কারের নামে সাত হাজার পৃষ্ঠার দলিল তৈরি করা হলেও জনগণ নির্বাচন নিয়ে হতাশ হয়ে পড়েছে। “ইউনূস কোন অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় এসেছেন, সেটা এখন দেশের মানুষ প্রশ্ন করতে শুরু করেছে”— বলেন এম এম আকাশ।

‘বাঘের পিঠে সওয়ার’

অধ্যাপক আকাশ আরও বলেন, ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়ার কথা বলেছেন। এতে প্রমাণিত হয়েছে, তিনি স্বেচ্ছায় নয়, চাপের মুখে নির্বাচন দিতে বাধ্য হয়েছেন। “তিনি এখন বাঘের পিঠে সওয়ার হয়েছেন, নামবেন কীভাবে বুঝতে পারছেন না,” মন্তব্য করেন তিনি।

মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আপস নয়

সিপিবি নেতা বলেন, “দেশে কখনও পূর্ণ গণতন্ত্র ছিল না। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল পরবর্তীতে রাজাকারদের সঙ্গে আপস করেছে। এজন্য আজ আমরা রাজাকারদের মুখ বেজায় হাসি দেখতে পাচ্ছি।”

তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন, মুক্তিযুদ্ধ ও ১৯৭২ সালের সংবিধানের প্রশ্নে সিপিবি কোনো আপস করবে না। “পাকিস্তানের ২২ পরিবারের মতো সালমান রহমান আর এস আলমের বাংলাদেশ আমরা চাই না। এই বাংলাদেশ হবে গরিব, মেহনতি, খেটে খাওয়া মানুষের।”

সম্মেলনের আয়োজন

সম্মেলনের উদ্বোধনে জাতীয় পতাকা উত্তোলন করেন এম এম আকাশ এবং দলের পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহা। জাতীয় সংগীত পরিবেশন করেন পার্টির সংস্কৃতি শাখার কর্মীরা।

অশোক সাহার সভাপতিত্বে ও নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী ও জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর। উদ্বোধনী সমাবেশ শেষে লাল পতাকার মিছিল বের হয়ে নগরীর কাজির দেউড়ির একটি কমিউনিটি সেন্টারে দ্বিতীয় অধিবেশনে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।