চলমান সংবাদ

গ্রেনেড হামলা মামলা

-তারেক রহমান ও বাবরসহ আসামিদের খালাস বহাল রেখেছে আপিল বিভাগ

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দেন। এর ফলে হাইকোর্টের দেয়া খালাসের রায়ই বহাল থাকল।

উল্লেখ্য, হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া পৃথক দুটি মামলায় বিচারিক আদালত আসামিদের সাজা দিয়েছিল। তবে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট সেই রায় বাতিল করে তাদের খালাস দেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি চেয়ে আবেদন করে এবং পরে পৃথক আপিল দায়ের করে।

রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, বিচারিক আদালতের দেয়া সাজা যথাযথ ছিল এবং সেটিই বহাল রাখা উচিত। অন্যদিকে আসামিপক্ষ হাইকোর্টের খালাসের রায় বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।

মামলার আপিলের ওপর শুনানি শুরু হয় গত ১৭ জুলাই। এরপর ৩১ জুলাই, ১৯, ২০ ও ২১ আগস্ট টানা পাঁচ দিন শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী অ্যাটর্নি জেনারেল আবু সাদাত মো. সায়েম ভূঞা ও সাদিয়া আফরিন। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির।