পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক খুন
চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সদিয়া (৩৫) নামের এক রিকশাচালক খুন হয়েছেন। নিহত মোঃ সদিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সাদা মিয়ার ছেলে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রিকশা ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় সদিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের লোক মো. মুকুল মিয়া জানান, সদিয়া দীর্ঘদিন ধরে পটিয়া এলাকায় রিকশা চালাতেন। মঙ্গলবার রাতে যাত্রী সেজে ছিনতাইকারীরা রিকশায় ওঠে এবং কেচিয়াপাড়া এলাকায় নিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।