চট্টগ্রামে বাসের ধাক্কায় মহসিন কলেজছাত্রী তিশমার মৃত্যু
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেইট এলাকায় বাসের ধাক্কায় তানজিবা সাইফুল তিশমা (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গতকাল দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ১০ নম্বর রুটের একটি যাত্রীবাহী বাস তিশমাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিশমার বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের মধ্যম কধুরখীল গ্রামে। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।