চলমান সংবাদ

সীতাকুণ্ড উপজেলা সিপিবির সম্মেলন অনুষ্ঠিত


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), সীতাকুণ্ড উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে সিপিবি নেতারা বলেছেন, দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে নির্বাচন ও গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্র চলছে।
শুক্রবার (২৯ জুলাই) সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘মব সন্ত্রাস, চাঁদাবাজি, খুনখারাবি, আইনশৃঙ্খলার অবনতিতে দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা ভণ্ডুল করার জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হচ্ছে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে কোনো তালবাহানা এদেশের মানুষ মেনে নেবে না।’
তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানকে একাত্তরের মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করার ষড়যন্ত্র চলছে।
মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনা, মুক্তিযুদ্ধকে নিয়ে ক্রমাগত বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া সংবিধান বাতিলের চেষ্টা হচ্ছে। আমরা চাই, বাহাত্তরের সংবিধান বহাল রাখতে হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো চক্রান্ত এদেশের মানুষ সহ্য করবে না।’
সিপিবি নেতা এডভোকেট জহিরউদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও জামাল উদ্দিনের সঞ্চালনায়
এতে আরও বক্তব্য রাখেন, জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, প্রবীণ শ্রমিক নেতা মোঃ মছিউদদৌলা, নুরুল মোস্তফা মেম্বার, ইমরান চৌধুরী, মাহবুব উল আলম, মোঃ আবু তাহের, মৃদুল দে, শহীদুল ইসলাম রিপন, সিরাজউদদৌলা।

সম্মেলনে এডভোকেট জহিরউদ্দিন মাহমুদকে সভাপতি, মাহবুবুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মাহবুবুল আলমকে সহ সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়।