চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী–স্থানীয় সংঘর্ষে আহত একাধিক শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম, ৩১ আগস্ট ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী ওই এলাকায় ভাড়া বাসায় প্রবেশের সময় ভবনের দারোয়ান তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করেন। এ ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ করলে দারোয়ান পালিয়ে যান। পরে শিক্ষার্থীরা তাঁকে ধরতে গেলে স্থানীয় লোকজন ইটপাটকেল ছুড়তে শুরু করে। এর পর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আল মাসনূনও রয়েছেন। সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক সাব্বির হোসেন জানান, মাসনূনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক মুহাম্মদ টিপু সুলতান বলেন, “আমাদের কাছে গুরুতর আহত অবস্থায় ২৩ জন শিক্ষার্থী এসেছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোট আহত শিক্ষার্থীর সংখ্যা এক শতাধিক।”
সংঘর্ষ চলাকালে সহকারী প্রক্টর মো. কোরবান আলী ও নাজমুল হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হলেও তাঁরা এলাকায় প্রবেশ করতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের একপর্যায়ে পরিস্থিতি পুরোপুরি স্থানীয় লোকজনের নিয়ন্ত্রণে ছিল।
পরে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভোরে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে সেনা কর্মকর্তা মেজর শাহরিয়ার বলেন, “আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের ভেতর থেকে ১০ জন শিক্ষার্থীকে উদ্ধার করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে।