সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সাইফুদ্দিন খালেদ খসরুর স্মরণে চট্টগ্রামে শোকসভা অনুষ্ঠিত
চট্টগ্রাম, ৩০ আগস্ট ২০২৫:
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, প্রগতিশীল রাজনীতির অকুতোভয় সৈনিক ও আজীবন সংগ্রামী সাইফুদ্দিন খালেদ খসরুর স্মরণে গতকাল চট্টগ্রাম শিল্পকলা একাডেমি গ্যালারি হলে এক শোকসভা অনুষ্ঠিত হয়। শহরের এক সমাবেশকক্ষে আয়োজিত এ শোকসভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর কর্মমুখর জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজচিন্তক ও সংগঠক ডা. নিশীথ রন্সাজ দে। শোকসভায় বক্তৃতা করেন বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা তপন দত্ত, ডা. গণেশ রায়, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, অধ্যাপক মো. জাহাঙ্গীর, মো. আতিক, অধ্যাপক আলেক্স আলীম, রবীন গুহ, টিকলু দে প্রমুখ। এছাড়াও স্মৃতিচারণ করেন মরহুমের শ্বাশুরী রওশন আরা বেগম এবং তাঁর জ্যেষ্ঠ সন্তান খালেদ আরাফাত।
বক্তারা বলেন, সাইফুদ্দিন খালেদ খসরু ছিলেন আপসহীন মননের এক সাহসী অগ্রপথিক, যিনি আজীবন গণতন্ত্র, সাম্য ও মানবাধিকারের প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিবেদিত রেখেছেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে শ্রমিক-কৃষকের আন্দোলন পর্যন্ত সর্বত্রই তিনি ছিলেন নেতৃত্বের আসনে। তাঁর জীবনদর্শন এবং সংগ্রামী ভূমিকা তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস। বক্তারা আরও বলেন, তাঁর প্রয়াণ প্রগতিশীল আন্দোলন ও গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে এক অপূরণীয় ক্ষতি।
শোকসভায় বক্তারা সাইফুদ্দিন খসরুর আদর্শ ও সংগ্রামী চেতনাকে ধারণ করে ভবিষ্যতের লড়াইয়ে তাঁর পথ অনুসরণের আহ্বান জানান। তাঁরা তাঁর অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রগতির যাত্রীর সাংগঠনিক সম্পাদক শিমুল দত্ত।