চলমান সংবাদ

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বৈধ জাতীয় পরিচয়পত্র নিশ্চিতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম, ২৬ আগস্ট ২০২৫:
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বৈধ জাতীয় পরিচয়পত্র নিশ্চিতকরণে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন ও সংশপ্তকের যৌথ উদ্যোগে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশনের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব রাজু আহমেদ। তিনি বলেন, “পোশাক শ্রমিকদের বৈধ জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিতে বিদ্যমান জটিলতা দূর করতে মালিকপক্ষকে উদ্যোগ নিতে হবে। শ্রমিকদের প্রয়োজনীয় কাগজপত্র একসাথে সংগ্রহে থাকলে এনআইডি প্রক্রিয়া অনেক সহজ হবে।”

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশনের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি শ্রমিকদের সুবিধার্থে কারখানা মালিকদের সহযোগিতা পেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরাসরি কারখানায় গিয়ে শ্রমিক ও তাদের পরিবারের এনআইডি নিবন্ধন কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন।

অধিকার প্রকল্পের প্রেক্ষাপট ও উদ্দেশ্য তুলে ধরেন GIZ-এর সিনিয়র সোশ্যাল প্রোটেকশন অ্যাডভাইজার জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন। প্রকল্প উপস্থাপন করেন অ্যাকশনএইড বাংলাদেশ-এর ডেপুটি ম্যানেজার জনাব মারুফ হোসেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সংশপ্তকের প্রধান নির্বাহী জনাব লিটন চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা ও থানা নির্বাচন কর্মকর্তা, পোশাক শ্রমিক প্রতিনিধি, সংশপ্তকের পরিচালক অগ্রদূত দাশ গুপ্ত, সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, ফাইন্যান্স ম্যানেজার ভাস্কর বিশ্বাস, সেন্টার সুপারভাইজার মিনা আক্তার ও ফিল্ড ফ্যাসিলিটেটর লিলি সাহা প্রমুখ।

সভা আয়োজনের সার্বিক সমন্বয় করেন সংশপ্তকের সহকারী পরিচালক ও অধিকার প্রকল্পের সমন্বয়ক জয়নাব বেগম চৌধুরী।

সভার আলোচনায় অংশগ্রহণকারীরা পোশাক শ্রমিকদের এনআইডি প্রক্রিয়া সহজ ও ঝামেলামুক্ত করতে মালিকপক্ষ, নির্বাচন কমিশন এবং সামাজিক সংগঠনগুলোর যৌথ সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।