চলমান সংবাদ

তৈরি পোশাক শ্রমিকদের বৈধ জাতীয় পরিচয়পত্র নিশ্চিতকরণে চসিক ও সংশপ্তকের অ্যাডভোকেসি সভা

চট্টগ্রাম, ২৫ আগস্ট ২০২৫:
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য বৈধ জাতীয় পরিচয়পত্র নিশ্চিতকরণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সংশপ্তক একটি অ্যাডভোকেসি সভার আয়োজন করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন। তিনি বলেন, “পোশাক শ্রমিকসহ বহু শ্রমিক বৈধ জাতীয় পরিচয়পত্রের অভাবে সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির বাইরে থেকে যাচ্ছেন। শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বৈধ জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি ও হালনাগাদ করা অত্যন্ত জরুরি।”

তিনি সংশপ্তকের উদ্যোগে GIZ এবং ActionAid Bangladesh এর সহযোগিতায় বাস্তবায়িত বৈধ জাতীয় পরিচয়পত্র বিষয়ক সচেতনতা বৃদ্ধির কার্যক্রমকে স্বাগত জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব নাকিব রাজিব আহমেদ, এডভাইজর (নলেজ ম্যানেজমেন্ট), GIZ, জনাব মারুফ হোসেন, ডেপুটি ম্যানেজার, ActionAid Bangladesh, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্ধারিত ওয়ার্ড সচিবগণ ebong তৈরি পোশাক শিল্পের শ্রমিক প্রতিনিধিগণ

এছাড়া সংশপ্তকের পক্ষে বক্তব্য প্রদান করেন পরিচালক জনাব অগ্রদূত দাশ গুপ্ত, সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ফাইন্যান্স ম্যানেজার ভাস্কর বিশ্বাস, সেন্টার সুপারভাইজার মিনা আক্তার এবং ফিল্ড ফ্যাসিলিটেটর লিলি সাহা।

সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন জনাব মরিয়মনেছা, লিড – উইমেন রাইটস ও জেন্ডার ইক্যুইটি, ActionAid Bangladesh।
আয়োজনে সমন্বয়ের দায়িত্বে ছিলেন জয়নাব বেগম চৌধুরী, সহকারী পরিচালক ও প্রকল্প সমন্বয়ক, সংশপ্তক এবং  সভাপতিত্ব করেন সংশপ্তকের প্রধান নির্বাহী জনাব লিটন চৌধুরী।