গল্পজীবন -নাহিদ ফারজানা
ডিসেম্বরের বিকেল , –
ধোঁয়া ধোঁয়া কুয়াশা ঘেরা হিমেল বাতাস ।
জমাট বাঁধা নিঃশ্বাসে
মন খারাপের ও
মন ভালো নেই মতো সন্ধ্যা
নেমে আসে জানালার কার্নিসে।
রঙিন মলাটের কাগজ আর কালির গন্ধে
ডুব দেওয়ার এখনিতো উত্তম সময়।
বইয়ের পাতার লুকানো সুবাস ,
পৃষ্ঠায় পৃষ্ঠায় লুকিয়ে থাকা নানান রঙেতে সাজানো
গল্পের জগত থেকে ফিরে আসবার আগেই
শুকতারা মিটিমিটি হাসে পূবের আকাশে
বহু রাত শেষে ভোরের আলো ফুটে ওঠে ।
এ ভাবে গল্পের প্রতিটি চরিত্র
আমার রাত দিন গুলোকে গিলে গিলে খেতো।
আমার একান্ত সময় গুলোতে
দিন কয়েক
তারা ঘুরতো ফিরতো আমার সাথে।
ফের আরেক নতুন বই নতুন গল্প
নতুন নতুন চরিত্ররা শীতের বিকেলের মতো
তুমুল বর্ষায় ভিজেছে তারা আমার সাথে ।
এইতো জীবন রঙের মিশেল, জীবনের সাথে গল্পের মিশে যাওয়া ।
গল্পের চরিত্র গুলোর মতো
কেন হলো না এই মানুষজীবন ?
আটলান্টা
১৯ আগষ্ট,২০২৫।