চলমান সংবাদ

ইনসাব এবং একেএস ডায়গনস্টিকস এর যৌথ উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প

গতকাল রবিবার সকাল ১০টায় চট্টগ্রাামের অক্সিজেন মোড়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর উদ্যোগে এবং একেএস ডায়াগনস্টিকস এর সহযোগিতায় একটি ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছে। যৌথভাবে এই ক্যাম্পের উদ্বোধন করেন একেএস ডায়াগনস্টিকস এর ল্যাব ইনচার্জ মো: হেলাল উদ্দিন এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান।
উদ্বোধনকালে একেএস ডায়াগনস্টিকস এর ল্যাব ইনচার্জ মো: হেলাল উদ্দিন বলেন, “কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসেবে আমরা সমাজের গরীব ও মেহনতি মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছি। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান বলেন, “বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং দ্রব্যমূল্য উর্ধগতির কারণে নিম্ন আয়ের মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এই অবস্থা মোকাবেলায় একেএস ডায়াগনস্টিকস কর্তৃপক্ষের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
এছাড়া উপস্থিত ছিলেন ইনসাব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি আনিসুর রহমান বাবুল, কার্যকরী সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, জেলানেতা ইমান আলীসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
এই ফ্রি হেলথ ক্যাম্পে ডায়াবেটিস, মেডিসিন, গায়নি এবং জেনারেল প্র্যাক্টিশনার বিভগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্থানীয় গরীব মেহনতি মানুষদের বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান ও প্যথলজিক্যাল পরীক্ষা করা হয়, যা সমাজের অসচ্ছল মানুষদের জন্য একটি বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করবে।