চলমান সংবাদ

শিক্ষক নেতা শ্যামল কান্তি দে’র ওপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি


চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিশিষ্ট শিক্ষক নেতা, হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে’র ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর এবং দক্ষিণ জেলা কমিটির সভাপতি অধ্যাপক কানাই দাশ ও সাধারণ সম্পাদক কমরেড শওকত আলী।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেছেন- শ্যামল কান্তি দে হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বই শুধু পালন করছেন না, তিনি চট্টগ্রামের একজন সুপরিচিত শিক্ষক নেতা এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের সংগঠক। পটিয়া পৌরসভা সদরে আজ (বৃহস্পতিবার) সকালে প্রকাশ্যে তাঁর ওপর সন্ত্রাসীরা ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে। হামলায় গুরুতর আহত হয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা শিক্ষক শ্যামল কান্তি দে’র ওপর এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে পুলিশসহ প্রশাসনের কাছে এ ঘটনায় যারা জড়িত তাদের ২৪ ঘন্টার মধ্যে শনাক্ত করে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

আমরা বলতে চাই, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী প্রেক্ষাপটে গত একবছর ধরে আমরা দেশের বিভিন্নস্থানে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছনা, হেনস্থা, মব সন্ত্রাসীদের আক্রমণ, পদত্যাগে বাধ্য করা, চাকরিচ্যুত করা, মানসিক নিপীড়নসহ বিভিন্ন অত্যাচার-নির্যাতনের ঘটনা প্রত্যক্ষ করছি। অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের ওপর এসব নিপীড়নের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখতে পারেনি। বরং সরকার ও প্রশাসনের নীরবতার কারণে সন্ত্রাসীরা প্রশ্রয় পেয়েছে। এর ফলে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিয়ে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত নানা বিরোধের লক্ষ্যবস্তু বানিয়ে শিক্ষকদের হয়রানি অব্যাহত আছে।

এর ফলশ্রুতিতে শ্যামল কান্তি দে’র মতো একজন শিক্ষক নেতাকে এভাবে সন্ত্রাসীদের আক্রমণের শিকার হতে হয়েছে। দেশের আপামর শিক্ষকরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা সরকারের কাছে অবিলম্বে শিক্ষকসহ দেশের সকল শ্রেণি-পেশার নাগরিকদের ওপর অন্যায় হামলা-নির্যাতন, হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।