জাহাজভাঙা শ্রমিকদের শ্রম অধিকার ও পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সীতাকুণ্ডে সমাবেশ ও মানববন্ধন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়ায় আজ সকাল ১০টায় জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের উদ্যোগে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেটাল ওয়ার্কাস ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. ইদ্রিস। এতে বক্তব্য রাখেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সদস্য সচিব ও বিল-ডিটিডিএ প্রকল্পের কেন্দ্র সমন্বয়ক ফজলুল কবির মিন্টু, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগঠক মো. জামাল উদ্দিন, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সংগঠক মো. রাজু আহমেদ, শ্রমিক নেতা মো. সবুজ হোসেন ও মো. ফয়সাল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, মালিকপক্ষ শত কোটি টাকা ব্যয় করে হংকং কনভেনশন মেনে গ্রিন ইয়ার্ড নির্মাণ করলেও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে উদাসীন। তারা অভিযোগ করেন, শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র এবং আইন অনুযায়ী সবেতন ছুটি প্রদান করা হচ্ছে না।
বক্তারা ২০১৮ সালে ঘোষিত জাহাজভাঙা শ্রমিকদের নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা এবং বার্ষিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করেন। একইসাথে বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে নতুন নিম্নতম মজুরি ঘোষণা করে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে আরও বলা হয়, হংকং কনভেনশনের আওতায় শুধু গ্রিন ইয়ার্ড নয়, শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই জরুরি। এ ছাড়া তারা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, শ্রম সংস্কার কমিশন গত ২১ এপ্রিল প্রধান উপদেষ্টা বরাবর ২৫ দফা সুপারিশ জমা দিয়েছে, যার মধ্যে জাহাজভাঙা শ্রমিকদের জন্য বিশেষ সুপারিশ রয়েছে। এসব সুপারিশ দ্রুত পর্যালোচনা করে বাস্তবায়নের জন্য রোডম্যাপ ঘোষণারও দাবি জানান তারা