চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত জেলে পরিবারের পাশে তপন দত্ত
গত ১৮ আগস্ট চট্টগ্রাম সিটি গেইট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আকাশ দাশ (১৬), অজিত দাশ (২৪), রনি দাশ (২৫), জুয়েল দাশ (১৮) ও মো. সোহাগসহ পাঁচজন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও চারজন।
আজ (২০ আগস্ট) সকাল ১০টায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান শ্রম সংস্কার কমিশনের সদস্য এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, পাহাড়তলি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, মৎস্যজীবী নেতা সমীরণ দাশ ও নূতন দাশ, জেলে ফেডারেশনের সভাপতি উপেন্দ্র দাশ, মাখন লাল দাশসহ স্থানীয় জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা।
পরে নিহত ও আহতদের এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তপন দত্ত বলেন, “মেঘনা গ্রুপের কাভার্ড ভ্যান চালকের বেপরোয়া গাফিলতির কারণে পাঁচটি তাজা প্রাণ অকালে ঝরে গেছে। আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ দায় কোনোভাবেই মেঘনা গ্রুপ এড়াতে পারে না।”
তিনি নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ন্যূনতম ২০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।