সাবেক ছাত্র ও যুব নেতা এবং সাংস্কৃতিক যোদ্ধা আহমেদ সাইফুদ্দিন খালেদ (খসরু)–এর মৃত্যুতে সিপিবি’র চট্টগ্রাম জেলার গভীর শোক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আহমেদ সাইফুদ্দিন খালেদ (খসরু)–এর মৃত্যুতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটি গভীর শোক প্রকাশ করছে। গতকাল ১১ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৭:০০টায় তিনি চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এক শোকবার্তায় সিপিবি চট্টগ্রাম জেলা’র সভাপতি কমরেড অধ্যাপক অশোক সাহা এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর বলেন—আহমেদ সাইফুদ্দিন খালেদ (খসরু) ছিলেন গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের এক নির্ভীক সংগঠক। তিনি ছাত্রজীবন থেকেই সাম্প্রদায়িকতা, স্বৈরাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ যুব ইউনিয়নের মাধ্যমে দীর্ঘদিন সংগ্রাম করেছেন। বাংলাদেশ যুব ইউনিয়নের চট্টগ্রাম জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।সারাজীবন বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনে কাজ করে গেছেন। তিনি ছিলেন একজন আদর্শবাদী, আপসহীন ও নিষ্ঠাবান কর্মী, যিনি আজীবন সমাজতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ গঠনের স্বপ্নে বিশ্বাসী ছিলেন।
উনার পারিবারিক জীবনেও ছিল প্রগতিশীলতা ও সংগ্রামের ঐতিহ্য। উনার পিতা রশীদ আল ফারুখী ছিলেন সাম্যবাদী আন্দোলনের একজন সক্রিয় সহযোদ্ধা সেই পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ধারণ করে আহমেদ সাইফুদ্দিন খালেদ (খসরু) পার্টির সদস্য হিসেবে প্রগতিশীল ও সাংস্কৃতিক আন্দোলনে আজীবন নিবেদিত থেকেছেন। উনার মৃত্যুতে চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। সিপিবি উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে।
