ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম আর নেই
ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)—ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ইতিহাসের একমাত্র নারী সহ-সভাপতি (ভিপি) ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম আর নেই। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে শরীরচর্চার জন্য বের হয়ে পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
মাহফুজা খানমের স্বামী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। ছেলে মাহবুব শফিক গণমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো মা শরীরচর্চার জন্য বের হয়েছিলেন, কিন্তু পথে অসুস্থ হয়ে পড়েন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর ইন্দিরা রোডের বাসায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। দুপুর ১২টায় মরদেহ নেওয়া হবে ডাকসু ভবনে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
জাতীয় শিশু–কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা ছিলেন মাহফুজা খানম। তাঁর মৃত্যুতে উদীচী গভীর শোক জানিয়েছে।
১৯৪৬ সালে জন্মগ্রহণ করা মাহফুজা খানম ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং ১৯৬৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬-৬৭ সালের ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন থেকে ভিপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন তিনি। কর্মজীবনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং ২০০৯ সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।