রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার ঝুঁকি বাড়ছে: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, অন্তর্বর্তী সরকারের এক বছর পার হলেও কাঙ্ক্ষিত সংস্কার কার্যত বাস্তবায়ন হয়নি, বরং রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে টিআইবি জানিয়েছে, সরকার অ্যাডহকভাবে চলছে, সুনির্দিষ্ট রোডম্যাপ নেই। প্রশাসনে সমন্বয়হীনতা ও দলীয় প্রভাব এখনো বিদ্যমান। আইনশৃঙ্খলার অবনতি, মব ভায়োলেন্স, চাঁদাবাজি, বিচারবহির্ভূত হত্যা অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ, উগ্রবাদী রাজনীতির উত্থান, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা এবং ভারতের সঙ্গে টানাপোড়েন—সব মিলিয়ে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “স্বৈরশাসনের অবসান ঘটানো গেলেও তার শিকড় উপড়ে ফেলার জন্য যা প্রয়োজন, তা আমরা করছি না। জাতীয় ঐক্য ছাড়া এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয়।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সংস্কারে আন্তরিকতা নিয়ে জনগণের আস্থা কমছে। এক বছরের মাথায়ও গ্রহণযোগ্য নির্বাচনের রূপরেখা না থাকায় সংকট আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
