বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাম বিকল্প গড়ে তোলো-সিপিবি জামালখান শাখার সম্মেলনে বক্তারা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলার, কোতোয়ালী থানাস্থ জামালখান শাখার সম্মেলন গত ৩১, জুলাই ২০২৫ বৃহস্পতিবার, সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন কমরেড রথীন সেন। অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃনাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড অশোক সাহা, কমরেড ফরিদুর ইসলাম, কমরেড প্রদীপ ভট্টাচার্য, রেখা চৌধুরী, স্বপ্না তালুকদার, আঁখি রেখা পাল, অধ্যাপিকা রোজী মজুমদার সেন, শ্যামল লোধ। সম্মেলনে শ্যামল লোধ কে পুনরায় সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, অভূতপূর্ব গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল রাষ্ট্রের কিছু প্রয়োজনীয় সংস্কার, হত্যাকারীদের বিচার ও একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর। কিন্তু গত ১১ মাসে আমরা দেখলাম, সরকার সংস্কারের নামে অহেতুক কালক্ষেপণ করছে। জোরপূর্বক নিজস্ব ও বহি:শক্তির স্বার্থের বিভিন্ন এজেন্ডা দেশের মানুষের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।
বক্তারা সাম্রাজ্যবাদের রাজনৈতিক স্বার্থ রক্ষার নানা ধরনের পরিকল্পনার বিরুদ্ধে জনগণকে সচেতন এবং আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
