বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী লিজার রাজনীতি ছাড়ার ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম অঞ্চলের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেন, নারী রাজনীতিকদের বিরুদ্ধে কুৎসা রটানো ও চরিত্রহননের অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, “আমাদের লড়াই ছিল ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু এখন নিজেদের লোকদের বিরুদ্ধেই লড়তে হচ্ছে।”
ব্যক্তিগত জীবনযাপনের অভিযোগে তাকে গত ১৬ মে বহিষ্কার করা হলেও ২৬ মে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। লিজা বলেন, আন্দোলনের পুরনো সাথিরাই আজ নারী নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “রাজনীতির জায়গা ফাঁকা থাকবে না, তবে নারীদের জন্য এই মাঠ ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে।”
তিনি জানান, ভবিষ্যতে দেশের প্রয়োজনে রাজপথে ফিরলেও রাজনীতির সংগঠিত ধারায় আর যুক্ত হবেন না।
