যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস চীনের স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ককে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য “অন্যায্য ও অযৌক্তিক” আখ্যা দিয়ে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এ ধরনের শুল্কের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করবে চীন।
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, “চীন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের বিরোধিতা করে। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালার পরিপন্থী এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে দুর্বল করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের এই ধরনের নীতির কারণে যে নেতিবাচক প্রভাব বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতির ওপর পড়ছে, তা মোকাবিলায় চীন পাশে থাকবে। বিশেষ করে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ও বাজার সম্প্রসারণে চীন প্রয়োজনীয় সহায়তা দেবে বলে আশ্বস্ত করেন তিনি।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশ চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত রপ্তানি সুবিধা উপভোগ করতে পারবে।”
অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিন সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।
