স্থগিত এইচএসসি পরীক্ষা ১৭ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার কারণে স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১৭ ও ১৯ আগস্ট যথাক্রমে ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থগিত পরীক্ষাগুলো নির্ধারিত কেন্দ্র ও পূর্বঘোষিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পরীক্ষা পেছানোর ফলে ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও সামান্য পরিবর্তন করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, ব্যবহারিক পরীক্ষার নম্বর ৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে এন্ট্রি করে বোর্ডে জমা দিতে হবে। একইসঙ্গে রোল নম্বরের ক্রমানুসারে সাজানো ব্যবহারিক খাতা, স্বাক্ষরলিপি ও সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষার নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে।
উল্লেখ্য, ২২ জুলাই উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হলে সেখানে অগ্নিকাণ্ড ঘটে এবং কয়েকজন হতাহত হন। দুর্ঘটনার প্রেক্ষিতে ওই দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়।